জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২য় মেরিটে ভর্তির পরও ফাঁকা রয়েছে ৪৩০ আসন!
জাবিতে ফাঁকা আসনে ভর্তির জন্য সশরীরে আবেদন আহ্বান করা হয়েছে। যারা সাবজেক্ট চয়েস পূরণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত মেরিট লিস্টে স্থান হয়নি, তারা আগামী ১৮ই জুন ২০২৫, সকাল ৯টা থেকে বেলা ১টা এর মধ্যে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। তা না হলে আর কোন মেরিট লিস্টে স্থান হবে না।
©
>>Click here to continue<<