পর্তুগিজের গির্জার পাদ্রি আলমারি খুললেন।আলপিন দিয়ে পাউরুটি ফুটো করে আনারস বালতিতে ভরে গুদামে রাখলেন।
ফরাসি লোক রেস্তোরাঁর পাশের ডিপোতে কার্তুজ কুপন রাখে।
ওলন্দাজ তুরুপ ইস্কাপনকে তাসে টেক্কা দিয়ে রুইতন নিয়ে হরতন করে।
গুজরাটি খদ্দররা হরতাল ডাকে।
পাঞ্জাবি শিখদের চাহিদা বেশি।
তুর্কির দারোগা চাকুর তোপে বারুদ সহ চাকরকে ধরে লাশ বানালো।বাবুর্চি বাবুর বিবি বাবাকে গালিচায় বসে কুর্নিশ করল।
চিনারা লুচি লিচুর সাথে চিনি ছাড়া চা খায়।
বার্মিজ ফুঙ্গিরা লুঙ্গি পড়ে।
জাপানিরা রিক্সায় চড়ে হারিকিরি করে।
হিন্দির সাচ্চা বাচ্চা চিঠিতে ঝুঁট লিখে ফালতু কাহিনীর গুজব ছড়ায়।চিতা চানাচুর পানি এদের ঠিকানা।
>>Click here to continue<<