🩸দ্বিগু vs সংখ্যাবাচক বহুব্রীহি🩸
পূর্বপদ যদি সংখ্যাবাচক হয় তখন থাকে দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি বলে।
🩸সংখ্যাবাচক বহুব্রীহিঃ বহুব্রীহি মানে বলে একটা বুঝাই আরেকটা। এগুলোর উদাহরণ নির্দিষ্ট। অর্থাৎ পরীক্ষায় আসলে এগুলোর ভিতর থেকে আসে না হলে আসেই না। যেমনঃ
* তেপায়া- এখানে তেপায়া বলতে তিন পা বুঝায় নি। তিন পা ওয়ালা টেবিলকে বুঝিয়েছে। অর্থাৎ বলে একটা বুঝায় আরেকটা।
* চৌকাঠঃ চৌকাঠ মানে চার কাঠ বুঝায় নি। বুঝিয়েছে সীমানা। (তোকে যাতে আমি আমার বাড়ির চৌকাঠেও না দেখি🙂)। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*সেতারা- সেতারা বলতে তিনটি তারকে বুঝায় না,,সেতার বলতে একটা বাদ্যযন্ত্রকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*দশঅাননঃ দশঅানন মানে দশটি মাথা। আর দশ মাথা দ্বারা রাবণকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*দশভুজাঃ দশভুজা মানে দশ বাহু। যা দ্বারা দেবী দূর্গাকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*বারোহাতিঃ বারোটা হাতিকে বুঝায় নি। বুঝিয়েছে মেয়েদের শাড়িকে।
*দোনলাঃ দুই নল থাকে বন্দুকে। বন্দুককে বুঝিয়েছে।
*চৌবাচ্চাঃ মানে কি চারটা বাচ্চা?🙂 না। চৌবাচ্চা মানে পানি ধরার পাত্র।
*চৌচালাঃ চারটি চাল আছে এমন ঘর কে বুঝাই। এখানেও বলে একটা বুঝায় আরেকটা।
*দশগজিঃ এটা হচ্ছে রাজমিস্ত্রীদের একটা যন্ত্রকে বুঝিয়েছে,এটি দ্বারা ধুতিকেও বুঝানো হয়।
উপরের সবগুলো উদাহরণ সংখ্যাবাচক বহুব্রীহির। খেয়াল করে দেখো উদাহরণগুলোতে বলেছে একটা কিন্তু বুঝিয়েছে অন্য জিনিসকে।নিচে কিছু সংখ্যাবাচক বহুব্রীহি মনে রাখার একটা নেমোনিক দিচ্ছিঃ
🩸পঞ্চগড়ের পঞ্চানন চৌচালা ঘরের চৌকাঠের নিকট তেপায়াতে বসে সেতারা বাজিয়ে তার বন্ধু দশাননের বাচ্চাকে মিস করে। ( ৩ বার পড়লে মুখস্থ হয়ে যাবে)
সংখ্যাবাচক বহুব্রীহি টাই মনে রাখো। এগুলা বাদে বাদবাকি সব দ্বিগু। ওইটা আর মনে রাখার দরকার নাই।
>>Click here to continue<<