🥰অলুক দ্বন্দ vs অলুক তৎপুরুষ vs অলুক বহুব্রীহি সমাস🥰
🩸অলুক দ্বন্দঃ এই সমাসের ক্ষেত্রে সমস্তপদের পূর্বপদ আর পরপদ দুটোর মধ্যেই বিভক্তি যুক্ত থাকে। যেমনঃ দেশে - বিদেশে, দুধে-পিঠে, আকাশে-বাতাসে। এখানে খেয়াল করুন উদাহরণ গুলোর পূর্বপদ আর পরপদে "এ" বিভক্তি যুক্ত থাকে।
🩸অলুক তৎপুরুষঃ এই সমাসের ক্ষেত্রে শুধুমাত্র পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত থাকে, পরপদ সিঙ্গেল থাকে তোমার মতো🙂। যেমনঃ তেলে-ভাজা,ঘোড়ার ডিম, খেলার মাঠ।
🩸 অলুক বহুব্রীহিঃ এটাও অলুক তৎপুরুষ সমাসের মতো। অর্থাৎ পূর্বপদে বিভক্তি থাকে, আর পরপদ বিভক্তি থাকেনা। যেমনঃ গায়ে-হলুদ,মুখে ভাত,কানে কলম।
এখন অনেকের মনে প্রশ্ন ভাইয়া অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহি তো একই রকম। তাহলে পরীক্ষায় আসলে চিনবো কেমনে?😒
শুনেন তাইলে, অলুক বহুব্রীহি এর উদাহরণ গুলোর দিকে তাকান। কি দেখলেন?🤔 অলুক বহুব্রীহির পূর্বপদটি মানুষের কোনো না কোনো অঙ্গের সাথে জড়িত থাকে।যেমনঃ কানে-কলম,মাথায় পাগড়ি।এখানে কান আর মাথা আমাদের শরীরের সাথে সম্পর্কিত। বিশ্বাস হয় না? বই খুলে এই ৩ টা টপিক এই শর্টকাটে মিলিয়ে দেখুন।
আর এভাবেই এই ৩টা সমাস নির্ণয় করবেন।
গুছিয়ে লিখতে পারছি কিনা জানিনা তবে চেষ্টা করেছি। তারপরও কেউ না বুঝলে কমেন্ট করুন।
>>Click here to continue<<